টানা দুই দিনের বৃষ্টি কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বেড়েছে সবধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
সোমবার ( ৭ ফ্রেবুয়ারী) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব কাঁচামালের দোকানে কমেছে সবজির সরবরাহ।দুই দিনের ব্যবধানে ২০ টাকা দরে বিক্রি হওয়া বেগুন কেজিতে ৩০ টাকা বেড়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সিম এখন কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে,১৫ টাকা কেজির টমেটো বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে,৬০ টাকা কেজির করলা বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা কেজি দরে,মটরশুঁটি ৩০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে
মোস্তাফিজ নামে একজন ক্রেতা বলেন, কিছু দিন থেকে হিলির বাজারে সবজির দাম অনেকটা কম ছিলো দুই দিন থেকে সব সবজির দাম বেড়েছে। আর এতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।
নাহিদ নামে এক রিকশাচালক বলেন,বৃষ্টির কারণে দুই দিন থেকে কামায় কমে গেছে। এদিকে বাজারে সব সবজির দাম বেড়েছে। কিনতে এসে আমাদের বিপাকে পড়তে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে চলায় কষ্টের এখন।
হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী কামরুল ইসলাম মিঠু বলেন, টানা দুই দিনের বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন সবজি নষ্ট হয়েছে। ফলে বাজারে সব সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আর কিছু দিন গেলে বাজারে সবজির দাম আরও কমে আসবে।