কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুব দলের সাবেক সভাপতি অধ্যাপক মাহাবুব লসকরের সহ ধর্মিনী উম্মে হাবিবা (৪৬) হৃদ রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল সাড়ে ৮ টায় এবং যুব দলের সাবেক নেতা সেচ্ছা সেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আরিফ বিপ্লবের পিতা অ্যাডভোকেট মহির উদ্দিন শনিবার রাতে ইন্তেকাল করেছেন ইন্নাল্লিাহে........রাজেউন। রোববার সকল ১০ টায় দৌলতপুর ঝাউদিয়া অ্যাডভোকেট মহির উদ্দিনের নামাজে জানাজায় অংশ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি দৌলতপুর থানা বি এন পির সভাপতি আলহাজ¦ রেজা আহাম্মেদ বাচাচু মোল্লা সেক্রেটারী শাহীদ সরকার মঙ্গল সহ অঙ্গ সংগঠনের নেতা বৃন্দ এ দিকে বাদ মাগরিব আল্লার দর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামি মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে অধ্যাপক মাহাবুব লসকরের সহ ধর্মিনী উম্মে হাবিবার নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এতে বি এনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।