মানুষ মানুষের জন্য, এই স্লোগান সামনে রেখে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বঙ্গবন্ধু চেতনা পরিষদ রংপুর এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল নগরীর আলমনগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মোতাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আলহাজ¦ মাহমুদুর রহমান টিটু, বঙ্গবন্ধু চেতনা পরিষদ রংপুর এর সভাপতি ও রংপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শামীম তালুকদার, সাংবাদিক জয়নাল আবেদীন,২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনু, মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পর্যায়ক্রমে ৩০০ আসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।