দিনাজপুরে একদিনের ব্যবধানে আবারো কমেছে তাপমাত্রা, সেই সঙ্গে অসময়ের বৃষ্টির কারণে জেঁকে বসেছে শীতের প্রকোপ। দিনভর সূর্য্যরে লুকোচুরি করতে দেখা গেছে। মেঘলা আকাশে বিকাল ৩টার দিকে সুর্য্যরে দেখা মিলেছে। কিন্তু সুর্য্যরে আলো আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে। এরপর থেকে হিমেল হাওয়ায় মাঘের কনকনে শীতে দিনাজপুরের জীবনযাত্রা জবুথবু।
আকাশে মেঘ থাকায় বেড়েছে শীতের তীব্রতা। হাড়কাঁপানো শীতে বিপর্যস্থ দিনাজপুরসহ এই জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একদিনের ব্যবধানে রোববার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রোববার দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, বৃষ্টি ছাড়লেও আকাশে মেঘ আর উত্তর-পশ্চিমের হিমেল বাতাসের কারণে অনুভূত হচ্ছে হাড়কাঁপানো তীব্র শীত। সকালে এ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার বেগে প্রবাহিত হলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ৬-৮ কিলোমিটারে বৃদ্ধি পায়। বৃষ্টির পর পঞ্চগড়সহ কয়েকটি এলাকায় ইতোমধ্যে বইতে শুরু করেছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে দিনাজপুরে শুক্রবার ভোর থেকে প্রথমে মুষলধারে এবং পরে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টিপাত। এরপর সন্ধ্যায় আবারও মুষলধারে বৃষ্টিপাত হয়। থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকে শনিবার পর্যন্ত। শনিবার বিকাল পর্যন্ত দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে চলতি শীত মৌসুমের আগে গত ১৩ জানুয়ারি দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেদিন দিনাজপুরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮ মিলিমিটার।
রোববার দিনাজপুরে বৃষ্টিপাত না হলেও প্রায় দিনভরই আকাশ ছিল মেঘে ঢাকা। মেঘে ঢাকা আকাশে মাঝে মাঝে ক্ষণিকের জন্য সূর্য উঁকি দিলেও আবার মেঘে ঢাকা পড়ে যায় সূর্য। ফলে অনুভূত হয় তীব্র শীত। তীব্র এ শীতে দুর্ভোগে পড়ছেন মানুষ।
অন্যদিকে শীতকালে অসময়ের এই বৃষ্টিপাতে ক্ষতির মুখে পড়েছে কৃষিনির্ভর দিনাজপুরের কৃষকরা। বিশেষ করে আলু, সরিষা ও ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।