রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দু’জন ফয়সালুর রহমান ওরফে আকাশ (২২) ও সাগর মিয়া (২০)। শুক্রবার দিকাগত রাত সাড়ে ১২ টার দিকে মহানগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সিংগার শো-রুমের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এ- মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, পুলিশ পরিদর্শক (নিঃ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার ফয়সালুর রহমান ওরফে আকাশ (২২) নারায়নগঞ্জ জেলার ফয়তুল্লা থানার মাসদার ছোট কবর স্থান এলাকার মৃত ইমান আলী শেখ ও মাজেদা বেগমের ছেলে এবং সাগর মিয়া গাইবান্ধা জেলা সদরের ইসলামপুর মধ্যপাড়ার শাহিন মিয়া ও মমতা বেগমের ছেলে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ## ০৫-০২-২২