ভোলার দৌলতখানে বেওয়ারিশ কুকুরের বেপরোয়া উপদ্রব দিনদিন বেড়েই চলেছে। পৌরসভার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৭জন মারাত্মকভাবে আহত হওয়ায় সংবাদ পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, কুকুরের কামড়ের আঘাতে আহতদের হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার ও শনিবার গত দুইদিনে কুকুরের কামড়ে আহত হন দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের হাজিপুর মাদ্রাসা এলাকার মোঃ নিরবের ছেলে মোঃ রিহাম (৮), টিএন্ডটি সংলগ্ন ফারুক মাস্টার বাড়ীর জয়নাল হাজারীর ছেলে মোঃ আফনান (১০), মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ রোহান (১০), কামাল হোসেন হাওলাদারের মা বিবি ছাকিনা বেগম (৭৫), পৌর ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীন ইসলামের মেয়ে ফাতেমা (২), মৃধা বাড়ির এক সন্তানের মা মৌমিতাকে কামড়ে আহত করে। আহতদের ভোলা সদর হাসপাতাল ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া কলেজ রোডে তাহ্সিন নামে ৬ বছর বয়সী এক শিশুকেও কুকুর কামড় দিয়ে আহত করে। এলাকার লোকজন জানায়, পৌর এলাকায় কুকুরের উপদ্রবও শিশুসহ অনেক লোকজনকে আহত করছে বিষয়টি পৌরমেয়র জাকির হোসেন তালুকদারকে জানানো হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমভাবে বৃদ্ধি পেয়েছে। এসব বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীসহ সাধারণ মানুষ। বেপরোয়া কুকুড়ের কামড়ে এলাকার জনমনে ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: পিয়াস কান্তি সাহা বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা ও হাসপাতাল থেকে ভ্যাকসিন দেয়া হয়েছে।