বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগর ও সুন্দরবন সংলগ্ন বয়া ও দুবলার চর এবং আলোর কোল এলাকায় দমকা ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৭ জন জেলে নিখোঁজ রয়েছে বলে খবর জানা গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া ও দুবলার চর এবং আলোর কোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেদের বাড়ী বরগুনা,পটুয়াখালী,পিরোজপুর, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-মো. শাহিনুর রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে ও মো. মোতাচ্ছির ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে।
ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি আনিছ ও এফবি ইষ্টিয়াস রয়েছে।
এফবি হাওলাদার ট্রলারের মাঝি এমাদুল হকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে পাথরঘাটা এলাকার বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে ট্রলার ডুবি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পাওে বলে ধারনা সকরা যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২৭ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ ও অন্য জেলেরা উদ্ধার শুরু করেছে।