জামালপুরের মেলান্দহের ভাবকী গ্রামে সাথী আক্তার নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনরা বলছেন-নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। সাথী আক্তার শফিকুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে পাশের টগারচর গ্রামের রাজমিস্ত্রী আব্দুল্লাহ বাবুর (২৫) সাথে বিয়ে হয়।
সাথী আক্তারের স্বামী আব্দুল্লাহ বাবু ও প্রতিবেশিরা জানান-সাথী গত বছর এসএসসি পাশ করেছে। সে কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে পিত্রালয়ে আসে। সকালে শ^শুর বাড়ির লোকজনের কাছে মোবাইলে অসুস্থতার খবরে এসে দেখে সাথীর মৃতুদেহ মাটিতে পড়ে আছে।
তরুণীর পিতা শফিকুল ইসলাম ও স্বজনরা আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছে না।
লাশ উদ্ধারকারি দলের প্রধান এসআই জাহিদুল ইসলাম জানান-মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যৃর কারণ জানা যাবে। আত্মহত্যার কারণ জানতে বেশ ক’টি বিষয় সামনে রেখে তদন্ত চলছে।