মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল তিনটায় উপজেলার বামন্দীতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এ সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল বাশার সহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।