জামালপুরের মেলান্দহে অজ্ঞাত যুবতীর হত্যাকারিকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদ হাসান (২০) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্দর নাপিতেরচর গ্রামের নিদান শেখের ছেলে এবং নিহত যুবতীর সাবেক স্বামী।
৪ ফেব্রুয়ারি জামালপুর পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসপি এম এম সালাহ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নিহত যুবতী মৌসুমি আক্তার নারগিস (২০) সে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারি গ্রামের জাকির হোসেনের মেয়ে।
প্রেমের সূত্রেধরে তাদের ৫ মাস আগে বিয়ের পর ২ মাস আগে নারগিস তার স্বামী জাহিদ হাসানকে ডিভোর্স দেয়। মোবাইলে যোগাযোগ করে লম্পট জাহিদ হাসান আবারো বিবাহবন্ধনে আশ্বাস দিয়ে ঢাকার আশুলিয়ার জিরানী থেকে গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে জামালপুরের মেলান্দহে আনে। ওই রাতেই মেলান্দহের ডেফলা এলাকায় নিয়ে যুবতীকে মাথা থেতলে হত্যা শেষে পালিয়ে যায়।
পরদিন বেলা ১১ দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার ঘটনাটি মেলান্দহ থানা পুলিশ ও জামালপুরের পিবিআই পুলিশ যৌথ তদন্ত শুরু করে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।