ফরিদপুর হাউজিং এস্টেটে কল্যাণ সমিতির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের হাউজিং এস্টেটের কর্নেল হাউজে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো: নুরুল ইসলাম মোল্যা, কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ডা: এম এ জলিল, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান লাবলু, শাহীন চৌধুরী, সুব্রত কুমার মিত্র প্রমুখ।
এর আগে হাউজিং এস্টেটে কল্যাণ সমিতির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. আবদুর রশিদ।
শপথ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য ২৮ জানুয়ারী হাউজিং এস্টেটে কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।