করোনা সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারি নির্দেশনায় সারাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে স্বশরীরে পাঠদান বন্ধ রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকারি নির্দেশ উপেক্ষা করে স্থানীয় প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবাধে চলছে প্রাইভেট ও কোচিং সেন্টারগুলো। ওইসকল প্রাইভেট ও কোচিং সেন্টারগুলোর বিভিন্ন ব্যাচে রয়েছে ১৫ থেকে ২০ জন করে শিক্ষার্থী। সামাজিক দূরত্বের বালাই না থাকার পাশাপাশি নেই শিক্ষক ও শিক্ষার্থী কারোরই মুখে মাস্কের ব্যবহার। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে ঘুরে দেখা গেছে ডাঙ্গীরহাট স্কুল ও কলেজের গা ঘেষে গড়ে ওঠা কাজেম প্রাইভেট ও কোচিং সেন্টারে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে চালানো হচ্ছে পাঠদান। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রতিটি ব্যাচে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী নিয়ে চালানো হচ্ছে ক্লাস পরিচালনার কাজ। কথা হয় সেখানকার প্রতিষ্ঠাতা ও পরিচালক ইবনে কাজেমের সাথে। তিনি বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে যখন বাণিজ্য মেলা হচ্ছে তখন এখানে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোচিং চালানোতে দোষের কিছু দেখি না। আর প্রাইভেট ও কোচিং প্রায় সব জায়গাতেই চলছে। সবগুলো প্রাইভেট ও কোচিং সেন্টার বন্ধ করেন তাহলে আমরাও আমাদের প্রতিষ্ঠান বন্ধ করবো।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমীন বলেন, প্রাইভেট ও কোচিং সেন্টার খোলা থাকার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।