নোয়াখালীর সেনবাগে পূর্ব বিরোধের জের সামছুউদ্দিন সমীর (৩০) নামের এক যুবককে পিটিেিয় হত্যার চেষ্ঠার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ মনিরুল ইসলাম (৩৮) এর নেতৃত্বে হুমায়ুন কবির (৫০),আমিরুল ইসলাম বাবলু (৩৪), মিজানুর রহমান (৫২) জহিরুল ইসলাম, জাহেদুল ইসলাম (৪৫), মফিজুর রহমান (৫০), নিজাম উদ্দিন (৩২) পারভেজ (২২), জুয়েল (২৩) সহ অজ্ঞাত ১০/১৫ একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা সমীরের বন্ধু নজরুল ব্যবহৃত একটি প্রাইভেটকার ভাংচুর করে। ওই হামলা ও ভাংচুরের ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ জানুয়ারি) রাত ১০টারদিকে উপজেলার শান্তিহাট বাজারে। এ ঘটনায় হামলার শিকার সমীর বাদী হয়ে ১৫জনকে আসামি করে সেনবাগ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ৩১ জাানুয়ারি সেনবাগের ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি )নির্বাচন অনুষ্ঠিত হয়। সমীর ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (চশমা) প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন সোহেলে পক্ষে কাজ করে। সোহেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সামছুদ্দিন সমীরসহ তার ৩ বন্ধু মিলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রাইভেট কার যোগে গ্রামের বাড়িতে ফেরার পথে শান্তির হাট বাজারের রফিক স্টোরে চা খেতে প্রবেশ করা মাত্র। নির্বাচনে হেরে যাওয়াা নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী খাজা খায়ের সুজনের সমর্থক মনিরুল ইসলাম (৩৮) এর নেতৃত্বে হুমায়ুন কবির (৫০),আমিরুল ইসলাম বাবলু (৩৪), মিজানুর রহমান (৫২) জহিরুল ইসলাম, জাহেদুল ইসলাম (৪৫), মফিজুর রহমান (৫০), নিজাম উদ্দিন (৩২) পারভেজ (২২), জুয়েল (২৩) অজ্ঞাত ১০/১৫ জন অতর্কিতে তাদের উপর লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বেধড়ক পিটিয়ে সমীরের মাথায় ও পায়ে গুরুত্বর আহত করে। এতে তার বাম হাত ভেঙ্গে যায়। দুবৃত্তরা একটি প্রাইভেটকার ঢাকা মেট্রা-গ-৪৫- ৮৮৬৫ ভাংছুর করে এ সময় তার সঙ্গে থাকা নগদ অর্থ ৩৫ হাজার টাকা, মোবাইল সেট ছিনিয়ে নেয়,।এসময় চিৎকার শুনে একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে সমীরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে ভর্তি করান। পরে সেখানে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলার ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে নয় পূর্ব বিরোধের জেলে হয়েছে। উভয়ে পরস্পরকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেন।