আগামী শনিবার সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে কেন্দ্র করে ফরিদপুর শহরের সনাতন সম্প্রদায়ের মানুষেরা তাদের বাসাবাড়িতে ও শিক্ষাপ্রতিষ্ঠান পূজার প্রস্তুতি শুরু করেছে।
সনাতন ধর্মালম্বীদের মতে সরস্বতী বিদ্যার দেবী। আর সেজন্যই দেবীর আরাধনায় ব্যস্ত থাকবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সম্প্রদায়ের মানুষগুলো।
আর সরস্বতী পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় ফরিদপুর শহরের থানা মোড়ে বিভিন্ন ধরনের প্রতিমার হাট বসেছে। প্রকারভেদে এসব প্রতিমা বিক্রি হচ্ছে ৫ থেকে হাজার টাকা পযন্ত।
এ ব্যাপারে একজন প্রতিমা ব্যবসায়ী গুরুপদ পাল জানান, মহামারী করোনার কারণে অন্যান্য বছর থেকে এবার তিনি কম প্রতিমা নির্মাণ করেছেন। এই অবস্থা না থাকলে আরো কিছু প্রতিমা তৈরি করতে পারতেন।
এদিকে বাজার ঘুরে দেখা গেছে সরস্বতী পূজায় প্রতিমার পাশাপাশি পলাশ ফুলের ও বিক্রি বেড়েছে। পলাশ ফুল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। বিক্রেতার আশা করছেন পূজার যেহেতু এখনো দুই দিন বাকি আছে তারা অনেকটা পুষিয়ে নিতে পারবেন। একই সাথে মোটামুটি লাভ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন পাড়া-মহল্লায় ইতোমধ্যে অস্থায়ী মন্দির নির্মাণ করা হচ্ছে। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।