চারশবছরের প্রাচীন মোগল আমলের মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন দিনাজপুরের ঐতিহাসিক ‘রাজবাড়ী’। হিন্দু মুসলিম ও ইংরেজ এ তিনযুগের স্থাপত্য বৈশিষ্টের বিচিত্র দৃষ্টি নন্দন এর সমাবেশ এ রাজবাড়ীটি। অথচ এটিকে সংস্কার ও পরিচ্ছন্নসহ নিরাপত্তার ব্যবস্থা হলে এটি আরও পর্যটক এবং দর্শণার্থীদের পদচারনায় মুখর হবে। পরবর্তী প্রজন্মকে এর সঠিক ইতিহাস জানান দিতে এর রক্ষণাবেক্ষনের পাশাপাশি প্রয়োজন তথ্য সংরক্ষনও।
গতকাল মঙ্গলবার দর্শনার্থীদের নিরাপদ পদচারনার লক্ষ্যে ও রাজবাড়ীর জৌলুস বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
দিনাজপুর জেলার নামকরণ ও রাজবংশের শেষ নিদর্শন হিসেবে রাজবাড়ি কালের সাক্ষী বহন করছে। দিনাজপুর শহর থেকে ৪কিলোমিটার ভিতরে নিরিবিলি মনোরম পরিবেশের এ রাজবাড়ি ।
কিন্তু সময়ের বিবর্তনে রাজপ্রাসাদের ভিতরের ঘরগুলো জরাজীর্ণ হয়ে পড়ে আছে। প্রাসাদের রুম ও চারপাশ জনসমাগম না থাকায় হয়ে পড়েছে অপরিচ্ছন্ন ও গাছপালা লতাপাতায় ভরে গেছে।
রাজবাড়ী বর্তমানে চরম ভগ্নদশায় নিপতিত। উপমহাদেশ বিভাগের পর রাজবংশ উচ্ছেদ হয়। এর ফলে পরিত্যক্ত হয় রাজবাড়ীও। রাজবাড়ী অনধিক ৪শ বছরের পুরাতন এবং মূল বাড়ীটি ত্রীশ বিঘা জমির উপ প্রতিষ্ঠিত।
স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার, ছবিলালসহ অনেকে জানান, ভক্ত আর দর্শনার্থীদের আগমণে জমজমাট থাকে এই রাজবাড়ী এলাকা। মাঝে মাঝে মেলাও বসে এখানে। অথচ মন্দিরের পিছনে অবস্থিত রাজপ্রাসাদ ময়লা, আবর্জনার স্তুপ আর গাছ-পালায় জঙ্গলে পরিণত হয়েছে। প্রাসাদের ভিতরটা চুরি ছিনতাইয়ের ভয়ে মানুষ যাওয়া আসা করতে ভয় পায়। আর পুরাতন ভবনগুলো ভেঙ্গে পড়ার মত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাই এর পর্যাপ্ত সংরক্ষন ও সংস্করনের দাবী জানান তিনি।
গতকাল মঙ্গলবার সকালে রাজপ্রাসাদ পরিদর্শন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। এসময় স্থানীয় জনসাধারনকে সাথে নিয়ে দর্শনার্থীদের নিরাপদ পদচারনার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি বলেন, প্রাচীন এই নিদর্শন জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিগণিত। আর এসব রক্ষা করলে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তাই এর রক্ষনাবেক্ষনে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। এসময় জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ দেবত্তর স্টেট কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতœতাত্বিক এই প্রাসাদের পর্যাপ্ত সংস্করন ও দর্শনার্থীদের নিরাপদ স্থান পরিচয় দিতে সব রকম ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক, সরকারি শিশু পরিবার (বালক) দিনাজপুর উপ-তত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে ।
এ বিষয়ে দিনাজপুর রাজ দেবোত্তর স্টেট কমিটির এজেন্ট রঞ্জিত সিংহ বলেন, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ