জ্বাল টাকা তৈরী প্রতারনা করার অভিযোগে ইদ্রিস আলী নামে এক জ্বাল টাকা ব্যবসায়ীকে তিন বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ এ রায় প্রদান করেন। মামলার বিবরনে জানা গেছে ২০১৭ সালের ১৭ আগষ্ট তারিখে আসামী ইদ্রিস আলী ওরফে মাজেদুল পিতা পিতা তাজিম উদ্দিন বাড়ি পুর্বচান্দঘাট ইন্দিরাপাড়া উপজেলা কাউনিয়া জেলা রংপুর কাউনিয়া উপজেলার বেইলী ব্রীজ নামক স্থানে ঝনেক মমিনুলের দোকানে চা নাস্তা করে একটি এক হাজার টাকার নোট প্রদান করে। চা দোকানদার এক হাজার নোটটি জ্বাল সন্দেহ হওয়ায় আশে পার্শ্বের দোকানদারদের সহায়তায় তাকে আটকে রেখে কাউনিয়া থানায় খবর দেয়। পুলিশ এসে আসামী ইদ্রিস আলীর শরীর তল্লাশী করে আরেও দুটি এক হাজার জ্বাল নোট উদ্ধার করে। এ ঘটনায় চা দোকানদার মমিনুল বাদী হয়ে কাউনিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে। মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্য ও জেলা গ্রহন শেষে আসামীকে দোষি সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। রায় ঘোষনার আগে থেকে আসামী থেকে আসামী পলাতক থাকায় বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেফতার হবার দিন থেকে রায় কার্যকর হবে বলে জানানো হয়। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি এ্যাডভোকেট এবং আসামী পক্ষে ছিলেন সুলতান আলম শাহিন এ্যাডভোকেট।