দিনাজপুরের হিলিতে অসহায় গরীব ও দুস্থ্য শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় হিলি আমদানিকারক গ্রুপের আয়োজনে ট্রাক মালিক সমিতির হলরুমে উপজেলার প্রায় ৫ শতাধিক অসহায় গরীব ও দুস্থ্য শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, ব্যবসায়ী জুয়েল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, শাহ-আলম প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।
হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন - করোনা কালীন সময়ে অসহায় গরীব ও দুস্থ্য শীর্তাতদের পার্শ্বে দাঁড়িয়ে সকলকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের আহবান জানান।