চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার হাটহাজারী ডাকবাংলো চত্বরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি- মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম, জেলা পরিষদের সদস্য আলহাজ¦ জাফর আহমদ।এছাড়া পৌরসভা সহায়ক কমিটির সদস্যগণ, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।