চট্টগ্রামের হাটহাজারীর পৌরসভা সদরের সেবা মুলক সংগঠন কামাল পাড়া যুব সংঘ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন সাধারণ সম্পাদক জমির উদ্দীন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন আলিপুর রহমানীয়া স্কুল এ- কলেজের গভর্নিং বডির সভাপতি ও পৌরসভার সহায়ক সদস্য আলহাজ¦ মোঃ ওসমান কবির রাসেল।
প্রধান আলোচক ছিলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এ- ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার্স ও সি.ই.ও লায়ন সালাহ উদ্দীন আলী।এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু,বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ রফিক হাসান,নব করুন ব্লাড ব্যালকের প্রতিষ্ঠাতা শেখ নুরুল ইসলাম রাশেদ। আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।