সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্দ্যোগে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে হেলথ্ ক্যাম্প ও সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা চেয়ারম্যান এ্যাড. এমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, প্যানেল মেয়র মোছাঃ নাসরিন খাতুন, এনজিও প্রতিনিধি রহিমা খোন্দকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ আলী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রকিব আহম্মেদ প্রমূখ। উপস্থাপনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল। হেলথ্ ক্যাম্পে ৫শ ৭৪ জন ভাতাভোগীকে হেলথ্ সামগ্রী বিতরণ করা হয়।