ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নে ৪টিতে আওয়ামী লীগ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নয়টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, ১নং জাঙ্গালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহাম্মেদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৩৯৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ সাত্তার ঘোড়া প্রতীক নিয়ে ৩৪৬৯ ভোট পেয়েছেন।
চরফরাদী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল মান্নান নৌকা প্রতীক নিয়ে ৬৮৮৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ কামাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৬৭১ ভোট পেয়েছেন।
এগারসিন্দুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান মিয়া নৌকা প্রতীক নিয়ে ৫৩৯৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আসাদুজ্জামান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৫৮১ ভোট পেয়েছেন।
বুরুদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা ঘোড়া প্রতীক নিয়ে ৩৬৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তুফা কামাল চশমা প্রতীক নিয়ে ৩৫৫৪ ভোট পেয়েছেন।
পাটুয়াভাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক জুটন আনারস প্রতীক নিয়ে ৭০৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আরফান চশমা প্রতীক নিয়ে ২১৮৩ ভোট পেয়েছেন।
নারান্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোসলেহ উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৪৬৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৪৬৬৭ ভোট পেয়েছেন।
হোসেন্দী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাদিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ২৭৬৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল কবির ঘোড়া প্রতীক নিয়ে ১৯৭০ ভোট পেয়েছেন।
চন্ডিপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শামছু উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৫৪১৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মঈন উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪৪১৪ ভোট পেয়েছেন।
সুখিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল হামিদ নৌকা প্রতীক নিয়ে ৬৫৬৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুল হক আনারস প্রতীক নিয়ে ৪২৭১ ভোট পেয়েছেন।