বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও আরেক দফা বেড়েছে ভোজ্যতেল ও ডালের দাম। ওদিকে চালের দাম নতুন করে না বাড়লেও তা বিক্রি হচ্ছে বাড়তি দরে। খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ১৬০ টাকায়। বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৭৬৫ টাকায়, যা তার এক সপ্তাহ আগে ছিল ৭৫০ টাকা। উল্লেখ করা যেতে পারে, ১৯ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ১৫ দিনের মধ্যে তেলের দাম বাড়ানো যাবে না। বলা বাহুল্য, তার এই কথা কোনো কাজে আসেনি, ভোজ্য তেলের দাম বাড়িয়েই দিয়েছেন ব্যবসায়ীরা। ওদিকে এক সপ্তাহের ব্যবধানে মসুরের ডালের দাম বেড়েছে। প্রতি কেজি বড় দানার মসুলের ডালের দাম বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। রাজধানীর খুচরা বাজারে চালও বিক্রি হচ্ছে বাড়তি দরে। পবিত্র রমজানের আর প্রায় দুই মাস বাকি। এরইমধ্যে যদি চাল, ভোজ্যতেল, ডাল ইত্যাদির মতো নিত্যপণ্যের দাম বেড়ে যায়, তাহলে আগামী দিনগুলোয় সেগুলোর দাম কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভাবলে উদ্বিগ্ন হতে হয়। সাধারণভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি বা হ্রাস পাওয়ার বিষয়টি নির্ভর করে বাজারে পণ্যের চাহিদা ও সরবরাহের ওপর। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে পণ্যের দাম বাড়তেই পারে। কিন্তু আমাদের দেশে এ নিয়ম খাটছে না। দেখা যায়, পণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকলেও তা বেশি দামে বিক্রি হয়। দ্রব্যমূল্যের এই অযৌক্তিক বৃদ্ধির পেছনে কাজ করে বাজার সিন্ডিকেট বা চক্র। তারা যোগসাজশের মাধ্যমে পণ্যের দাম বাড়িয়ে দেয়। কখনো কখনো তারা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। নানা অজুহাত তুলেও বাড়ানো হয় পণ্যের দাম। এ অবস্থায় বেশি দামে পণ্য ক্রয় করা ছাড়া ভোক্তাদের কোনো উপায় থাকে না। এভাবে দ্রব্যমূল্য, বিশেষত নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা অপরাধ বটে। এজন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত; কিন্তু আমাদের দেশে এ ধরনের ঘটনা বিরল। ফলে কারসাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি যেন নিয়মে পরিণত হয়েছে। অসাধু ব্যবসায়ীদের এ প্রবণতা প্রতিরোধ করার দায়িত্ব সরকারের। ব্যবসায়ীরা কায়েমি স্বার্থে ইচ্ছামতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেবে, আর সরকার হাত গুটিয়ে বসে থাকবে, এটা চলতে পারে না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে বাজার নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করার অনুরোধ করছি। বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারেরই। তাই পরিস্থিতি খারাপের দিয়ে যাওয়ার আগে তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।