করোনা সংক্রমণের ফলে দীর্ঘ ১৮ মাস সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গত সেপ্টেম্বরে খুলে দেবার পর আবারো সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবারো প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সরকার। উচ্চতর শিক্ষার বিশ্ববিদ্যালয়গুলোও নিজ নিজ সিদ্ধান্তে সশরীরে ক্লাস বন্ধ রেখেছে। এখন অনলাইনে ক্লাস চললেও দেশের সব শিক্ষার্থী এ সুযোগ গ্রহণ করতে পারছে না। সব ধরনের পরীক্ষাও বন্ধ রয়েছে। সরকারের এ ঘোষণার সাথে বলা হয়েছিল, সীমিত সংখ্যক অতিথিদের নিয়ে যে কোনো সামাজিক অনুষ্ঠান করতে হবে। মেলা, পর্যটন কেন্দ্র সহ জনসমাগম স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণ-পরিবহন, শপিং-মল ও রেস্তোরায় সেবা প্রার্থীদের অবশ্যই টিকা সনদ দেখাতে হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, এর কোনো কিছুই মানা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের ঘরে আটকে রাখা হয়েছে।
শিক্ষার্থীরা ঘরে আটকে থাকলেও তারা নিরাপদ হতে পারছেনা। কারণ তাদের অভিভাবকরা কাজে ঘরের বাইরে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন, পথ চলছেন। ফলে তাদের মাধ্যমে সংক্রমণ বাড়ার সম্ভাবনা নাকোচ করা যায় না। এমন পরিস্থিতিতে দেশের সচেতন নাগরিকরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলোচনা শুরু করেন। এখন আবার করোনা সংক্রমণ বেড়ে গেছে। ফলে আগামী ৬ ফেব্রুয়ারি পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা বলা যাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ধারনা দেয়া হয় নি। এখন শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার ব্যাপার। এদিকে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ স্বাস্থ্য বিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানিয়েছে বিশে^র সব দেশের সরকারের প্রতি। গত ২৮ জানুয়ারি ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেন, ‘স্কুল খোলা রাখুন’। স্কুলগুলো পুরোপুরি বা আংশিক বন্ধ থাকার কারণে বর্তমানে বিশে^ প্রায় ৬১ কোটি ৬০ লাখ শিশু ক্ষতিগ্রস্ত। কোভিড-১৯ এর ওমিক্রন ধরনটি সারা বিশে^ যখন ছড়িয়ে পড়ছে। এটি যাতে শিশুদের পড়াশোনাকে ব্যাহত করতে না পারে; সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে আমরা সরকারগুলোর প্রতি আহবান জানাই।
করোনায় কারণে দীর্ঘ ১৮ মাস সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে একটা বড় অংশ তাদের শিক্ষা জীবন থেকে ঝরে গেছে। বাল্য-বিবাহ বা সংসারে আর্থিক যোগান দিতে তারা যুক্ত হয়েছে শিশু শ্রমে। তাদের আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। কাজেই সব কিছু খোলা রেখে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সব কিছু চলনে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে কি কাক্সিক্ষত ফল পাওয়া যাবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি সরকারি নিষেধাজ্ঞা পালনে সবাই যেমন অসচেতন তেমনি তা মানতে বাধ্য করতে সরকারি মনিটরিং ব্যবস্থাও ঢিলেঢালা। আসলে সমন্বিত উদ্যোগ ছাড়া তা মানাও সম্ভব নয়। নিজেকে রক্ষার জন্য নিজেকেই সচেতন হতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা গ্রহণের দাবির প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারির পর পরীক্ষা নেবে বলে উপাচার্য জানিয়েছেন। স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া এখন সময়ের দাবি। সরকার সব কিছু বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাই আমাদের প্রত্যাশা।