কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে ইট বহনকারী অবৈধ ট্রাক্টর চাপায় রাফিদুল ইসলাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সৌয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিদুল ইসলাম পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে। ঘাতক ট্রাক্টর চালক জেলার সদর দক্ষিণ উপজেলার কালোরা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে বিল্লাল হোসেনকে (৩০) আটক করে স্থানীয়রা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে রাফিদুল ইসলাম পাশ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনঃরায় বাড়ী ফেরার পথে ইট বহনকারী বেপরোয়া অবৈধ ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টাক্ট্ররটি চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রামের ভাই-ভাই ব্রিকফিল্ডের ইট বহন করছে বলে জানা যায়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।