রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউকের দিক নির্দেশনায় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল হক সরকারের আয়োজনে তারাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দুপুরে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ডিউক চৌধুরী। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আতিয়ার রহমান, সহ-সভাপতি রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ।