চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি সন্মুখে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে মাটিকাটার ৫ জন শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(৩১ জানুয়ারি) ভোর প্রায় সাড়ে ৬ টায়। চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদপুর সদরের রামপুর ইটভাটা এলাকা হতে ১১ জন মাটিকাটার শ্রমিক চাঁদপুরগামী ট্রলারে উঠে বাগাদীর সাহেববাজার মোমিনপুর এলাকার মাঝামাঝী অতিক্রমকালে হাজীগঞ্জগামী ১টি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে নিখোঁজ হন মোট ১১ জন। পরে ৬ জন সাঁতরে নদীর তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম আরও জানান, ৪ জন সাথে সাথে স্পটে মারা গেলেও একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মারা যান। নিহতদের মধ্যে মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫) নামের ৫ শ্রমিকের মরদেহ আমরা উদ্ধার করেছি। আমরা নিহতদের পরিবারের কাছে সবার মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করছি।
চাঁদপুর কোষ্টগার্ড ষ্টেশনের মিডিয়া কর্মকর্তা মেহেদী জানান, এ ঘটনা ঘটিয়েছে ইকবাল হোসেন-১ নামের বাল্কহেডটি। যা চালাচ্ছিলেন এর মালিক ইকবাল হোসেন নিজেই। তিনি ফরিদগঞ্জের চর হোগলা গ্রামের বাসিন্দা। আমরা ইকবালকেসহ তার বাল্কহেডটি দ্রুত আটক করেছি। ট্রলারটি ডুবে যাওয়ায় ট্রলারটি খোঁজার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়,চাঁদপুর সদরের রামপুর চর থেকে ফরিদ মাঝির ট্রলার মাটি নিয়ে মৈশাদীর এমএস ব্রিক ফিল্ডের উদ্দেশ্যে ছেড়ে আসে। আর চাঁদপুর থেকে বালু ভর্তি বলগেট এমবি ইকবাল হোসেন (১)দ্রুত গতিতে এসে মাটির ট্রলারের উপর উঠিয়ে দেয়। সাথে সাথে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জন মাটি কাটার শ্রমিকের মধ্যে ৪ জন নিহত হয়। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহতরা হচ্ছে- আউয়াল মাঝি, (৫০) মোবারক (৩৫) নাছির মিয়া (৩৭), আল আমিন (৩২) ও নজরুল (৪০) প্রমুখ। নিহতদের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তারা ব্রিকফিল্ডের মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করত।
নিমজ্জিত ট্রলারে বেঁচে যাওয়া শ্রমিকরা জানায়, তাদের বহনকারী ট্রলারটি ভোরবেলা নদীর এক পাশ দিয়ে যাচ্ছিল। কুয়াশার আবরণ থাকায় হঠাৎ বিপরীত দিক থেকে বালুবাহী জাহাজটি তাদের ট্রলারের উপর উঠিয়ে দেয়। তারা নদীতে সবাই ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
বিআইডব্লিটিএ চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, বালুবাহী বাল্কহেড জাহাজের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর পর দুইজনের লাশ ভেসে ওঠে পরবর্তীতে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
এদিকে, পর্যবেক্ষক মহল মনে করছেন এই প্রাণহানির মূল কারণ মেঘনা নদীর অবৈধ বালু উত্তোলন। এখন শীত মৌসুম নদীতে কুয়াশা থাকাটা স্বাভাবিক। কিন্তু বালুদস্যু চাঁদপুরের চিহ্নিত এক ব্যক্তি নদীতে রাত-দিন চব্বিশ ঘন্টা শত শত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মিটিংএ সিদ্ধান্ত ছিল সন্ধ্যা ছ'য়টা থেকে সকাল ৮টা পর্যন্ত নদীতে কোন বাল্কহেড চলাচল করবে না। প্রশাসনের এই সিদ্ধান্ত অমান্য করে প্রতিদিনই অসংখ্য বালু জাহাজ চলাচল করায় নৌ দূর্ঘটনা ঘটে যাচ্ছে। এ ব্যাপারে বালু উত্তোলন কারী দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ পর্যবেক্ষক মহলের।