টাঙ্গাইলে দেওলা এলাকায় মায়ের আঁচল বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারায় ২৫০০০/- (পঁচিশ হাজার টাকা) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৩০ জানুয়ারি রোববার দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআই এর প্রসিকিউশন ফিল্ড অফিসার ( সিএম) সিকান্দার মাহমুদ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।