চট্টগ্রামের হাটহাজারীতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের মামলায় অভিযুক্ত শাকিল উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
উপপরিদর্শক নুরে এ হাবিব ফয়সাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে শাকিলকে আটক করে।
গ্রেপ্তারকৃত যুবক উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাকের আলী মাঝির বাড়ির নুর মোহাম্মদ প্রকাশ মুন্সির ছেলে।
সুত্রে জানা যায় গত বছরের ৩ ডিসেম্বর উপজেলার ধলই ইউনিয়ন সোনাইকুল গ্রামের রহমত দিঘিরপাড় এলাকা থেকে গ্রেপ্তারকৃত শাকিলসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে ওই ছাত্রীকে অপহরণ করে। এরপর ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা রুজু করেন। ওই মামলার সূত্র ধরে অপহরণকারী শাকিলকে গত শনিবার হাটহাজারী পৌরসভা এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মা গনমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেন এবং তিনি আরও বলেন, রোববার সকালে গ্রেপ্তারকৃত শাকিলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।