পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ কিংবা প্রশাসনের হাতে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের তালিকায় অনেকেরই নাম নেই। স্বাধীনতার পর দীর্ঘ ৫১ বছর অতিবাহিত হলেও আজও পর্যন্ত রাজাকার বা যুদ্ধাপরাধীর কোন তালিকাই তৈরী হয়নি। অথচ মুক্তিযুদ্ধের সময় উপজেলার বিভিন্নস্থানে সম্মুখ যুদ্ধ, রাজাকারের অত্যাচার- তাদেরকে হত্যা এবং শহীদ হয়েছেন অনেকেই। অনুসন্ধানে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন- আবুল কালাম আজাদ,ডাঃ আকবর আলী, ডাঃ ভুষণ চন্দ্র সরকার, লুৎফর রহমান মাষ্টার, সরজু চৌকিদার, শিরিশ চন্দ্র শাহা, তোফাজ্জল হোসেন মন্টু, আবু তাহের মিয়া, দুলু প্রধান, হাকিম মিয়া, সামছুন্নাহারসহ আরো নাম না জানা অনেকেই। এদের মধ্যে বাঁশ পুকুরিয়া গ্রামের ডাঃ আকবর আলী ও খালাশপীরহাটের ডাঃ ভুষণ চন্দ্র সরকারকে বড়আলমপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান রাজাকার আবদুল গফুর পাকবাহিনীর হাতে কৌশলে তুলে দিলে তারা আর ফিরে আসেননি। পরে রাজাকার আবদুল গফুর গুলিতে নিহত হয়। ওই সময় পচাকান্দর গ্রামের পুলিশ সদস্য-তোফাজ্জল হোসেন মন্টু ও গরীবপুরের আবু তাহের মিয়া কর্মস্থল থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়। আজও যারা বাড়ি ফিরে আসেনি। এ ধরনের অনেক শহীদের নাম তালিকাভুক্ত হয়নি। চতরাহাটের রাজাকার ক্যাম্পের সাথে করতোয়া নদীপাড়ের বিহারী পল্লীর সার্বক্ষনিক যোগাযোগ থাকায় চতরা এলাকায় রাজাকারদের দাপট ছিল বেশী। মুক্তিযোদ্ধাদের নিধনের জন্য শান্তি কমিটির সেক্রেটারী দোর্দন্ড প্রতাপশালী নজের হোসেন খাঁন, বিহারী- সামস উদ্দিন,জমির উদ্দিন,দফাদার ফজলার রহমানসহ অনেকেই হানাদার বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখতো। এ কারণে ৭১ সালের ৭ ডিসেম্বর দুপুরে চতরার রাজাকার ক্যাম্পের উপর মিত্রবাহিনী বিমান হামলায় করায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সামসুন্নাহার শহীদ হয়। ওই হামলায় রাজাকার নজের হোসেন খাঁনের কন্যা- শিউলী খাতুন ও সিদ্দিকা খাতুন আহত হয়। এ ব্যাপারে নজের হোসেন খাঁন বলেন, আমি শান্তি কমিটির সেক্রেটারী ছিলাম। মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালীদের বিরুদ্ধে অবস্থান নিলেও পরবর্তী সময়ে এমনকি মৃত্যুর পুর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ব্যথিত হননি। অপরদিকে রাজাকার ফরমান সরকার, মোজাই দফাদার, বড়আলমপুর ইউপির আবদুল গফুর সরকারকে হত্যা করা হলেও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ কিংবা প্রশাসনের হাতে রাজাকার বা যুদ্ধাপরাধীর তালিকা নেই। এ ব্যাপারে তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আজহার আলী রাজা বলেন-হারু রাজাকারের অত্যাচারে খালাশপীর এলাকাবাসী অতিষ্ঠ ছিল। মুক্তিযুদ্ধের সময় হারুন মৌলভী ওরফে হারু রাজাকারকে খালাশপীরহাটে প্রকাশ্যে শাস্তি দেয়া হলেও এখন সেই হারু রাজাকারই এখন রাজনৈতিক নেতা। আ.লীগ জাতীয় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক খলিলুর রহমান মন্ডল বলেন- কয়েকটি শহীদ পরিবারের তালিকা আছে। যুদ্ধাপরাধীর কোন তালিকা নেই। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন-মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এখনও কিছুই জানিনা।