জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠতিব্য ইউপি নির্বাচনকে কন্দ্রে করে দুই মেম্বার র্প্রাথীর সর্মথকদের সংর্ঘষে যমুনার দুর্গমম চরাঞ্চলে ভোলা শেখ (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়ছেন। শনিবার (২৯ জানুয়ার) উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওর্য়াডরে চর নলসন্ধ্যা গ্রাামে ঘটনাটি ঘটে। নিহত ভোলা শেখ র্পাশ্বর্বতী সিরাজগঞ্জের কাজীপুর উপজলোর কাজল গ্রাামের হারুন অর রশিদের ছেলে।
পুলশি ও এলাকাবাসী সুত্রে জানায়, পিংনা ইউনিয়নের ৩নং ওর্য়াডে ইউপি সদস্য পদে নুরুল ইসলাম (ফুটবল) ও তার প্রতিদন্দি সুজাত আলী সুরু'র (মোরগ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছিলেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঐদিন পশ্চিম নলসন্ধ্যা চরে উভয়পক্ষের লোকজন প্রচারণায় গেলে উভয়ের মধ্যে সংর্ঘষ বাধে। এতে ঘটনাস্থলইে নুরুল ইসলামের সর্মথক ও আত্মীয় ভোলা শেখ নিহত হন। এবিষে প্রাথী নুরুল ইসলাম তিনি অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দী প্রার্থী সুজাত আলী সুরুজের লোকজন হঠাৎ তাদের ওপর হামলা চালায়। ঐ হামলায় ভোলা শেখ নিহত হন। এ সময় রুবেল, হালিম, আবদুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ আরো ১০জন আহত হয়।
নিহতের স্ত্রী লাইলি বেগম জানান, সকালে তার স্বামী নুরুল ইসলামের সমর্থকদের সাথে ভোট চাইতে বের হন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে তারাকান্দি তদন্ত কন্দ্রে কে›েন্দ্রর ইনর্চাজ (পুলিশ পরিদর্শক) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে র্মগে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনারস্থল পরিদর্শন করেছেন।তিনি বলেন, হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫জনকে আটক করা হয়েছে। এদের মধ্য যাচাইবাছাই করে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করা হবে বলে জানান।