রংপুরের পীরগাছায় নিজেদের বাঁচাতে বাক ও শারীরিক প্রতিবন্ধি নুরনবী ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যে মামলা করায় সংবাদ সম্মেলন করেছে এলাকার লোকজন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল দোষীদের সঠিক বিচার দাবী করেন তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম প্রামে। পুলিশও বলছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সংবাদ সম্মেলনে ওই ওয়ার্ডের ইউপি সদস্য নয়া মিয়া, খয়বার হোসেন, আবদুর রশিদসহ এলাকার লোকজন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয়ে মোহাম্মদ আলীর পরিবারের সাথে সাহাজান মিয়ার মতনৈক্য চলে আসছিল। এ বিষয়ে তাদের মধ্যে চলতি মাসের মাসের ১২ তারিখে গাছ কাটা নিয়ে কথাকাটাটি হয়। এই সুযোগে একই এলাকার মতিয়ারের ছেলে সোহেলের প্ররোচনায় সাহাজান মিয়া সোহেলকে সাথে নিয়ে একই মাসের ১৫ তারিখে থানায় গিয়ে পুলিশকে ভুল বুঝিয়ে প্রতিবন্ধি নুরনবী ও তার পরিবার এবং আত্মীয় স্বজনের নামে থানায় একটি মিথ্যে মামলার দায়ের করেন। মামলা নং ১২, তারিখ ১৫/০১/২২ইং। রাতেই পুলিশ এসে প্রতিবন্ধি পরিবারের মহিলা শিশুসহ আত্মীয় স্বজনদের ধরে নিয়ে জেল হাজতে প্রেরন করেন। বর্তমানে আটককৃতরা বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে রয়েছেন।
তারা আরও জানান, সাহাজান মিয়াকে মোহাম্মদ আলী গংরা দুটি দাগে ১৮ শতাংশ জমি লিখে দিয়েছেন এবং সাহাজান মিয়া ওই জমি দখলে নিয়ে বাড়ি করে ভোগ দখল করে আসছেন। ইদানীং তৃতীয়পক্ষের কিছু লোক ও প্রতিবেশি সোহেল সাহাজান মিয়াকে প্ররোচনা দিয়ে তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে নিজেদের ফায়দা নেয়ার চেষ্টা করছেন। সাহাজান মিয়া সোহেলের বুদ্ধিতে বাক ও শারীরিক প্রতিবদ্ধি নুরনবীসহ তার পরিবারের এবং আত্মীয়দের নামে মিথ্যে মামলা করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিবন্ধির নামে করা মিথ্যে মামলা প্রত্যাহার ও আসল অপরাধীদের বিচার দাবী করছি।
ভুক্তভোগীরা জানান, প্রতিবন্ধিসহ পরিবারের সদস্যরা জেলহাজতে থাকার সুযোগে মামলার বাদী সাহাজান মিয়া সোহেলকে সাথে নিয়ে নুরনবীদের সুপারি গাছসহ ফলজ গাছগুলো কেটে নিয়ে যায়। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দিলেও অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি বলে তাদের অভিযোগ। তাদের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে প্রতিবন্ধি পরিবারের নামে করা মিথ্যে মামলাটি প্রত্যাহারের দাবী ও ভূমিদস্যু এবং হুমকিদাতা সাহাজান ও সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এব্যপারে সোহেল কোন মন্তব্য না করলেও মামলার বাদী সাহাজান মিয়া সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে মোহাম্মদ আলী গংরা ১৮ শতাংশ জমি যে দিকে দিয়েছে তা আমার দখলে আছে এবং আমি সেখানে বাড়ি করে বসবাস করছি। কিন্তু ওরা আমাকে যে দিকে জমি দিয়েছে আমি তার উল্টো দিকে জমি পাবো।
এ বিষয়ে পীরদাছা থানার ইনেসপেক্টর (তদন্ত) আবদুস শুকুর মিয়া জানান, পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামের ঘটনাটি আমাদের নলেজে রয়েছে। ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করছি তাই এ বিষয়ে এই মুহুর্তে এর বেশি বলা যাবে না। তবে যারাই দোষী প্রমানিত হবে আইন তাদেরই বিচার করবে বলে তিনি জানান।