দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে রিশান (১৩) নামে এক শিশু খুন হয়েছে। শিশুটিকে পায়ের রগ ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধর করে দিনাজপুর জেলা মর্গে পঠিয়েছে। নিহত শিশুটির বাড়ী ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউপির কশিগাড়ী গ্রামে। শিশুটি লেখাপড়ার পাশাপাশি একটি হোটেলে সপ্তাহে ২দিন বয়ের কাজ করত। থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে শিশুটি নিখোঁজ ছিলো। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় জনগন শনিবার দুপুরে রানীগঞ্জ হাটের একটি হোটেলে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে ঘোড়াঘাট থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘনটাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশু রিশান উপজেলা কশিগাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে।