বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের দেশে এখন ভালো মানের চিকিৎসা সেবা হচ্ছে। বড় বড় ডাক্তাররা গুরুত্বপূর্ণ অপারেশনসহ চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই ধারাবাহিকতায় গ্রামেও পৌছে গেছে উন্নত মানের চিকিৎসা সেবা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সর্বস্তরের মানুষকে সুস্থ রাখতে সরকারি চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সংস্থা ফ্রি চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছে। শনিবার সকালে পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
সেচ্ছাসেবী সংগঠন নীড় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের যৌথ পরিচালনায় ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। ঢাকার ৬টি রোটারি ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ১১ টি চিকিৎসা বুথের মাধ্যমে উপজেলার হতদরিদ্র রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন করে রোটারী ক্লাব অফ ঢাকা তিলোত্তমা, রোজ ভেল, গুলশান টাইগারস, অরোরা, ঢাকা সিটি ও গুলশান লেক সিটি।
বানিজ্যমন্ত্রীর স্ত্রী মালবিকা মুন্সি ও রোটারী ক্লাব ঢাকা রোজ ভেল এর সৈয়দা সামিরা রহমানের সার্বিক তত্ত্বাবধানে ১১ টি বুথে হতদরিদ্র শিশু, গাইনি, সার্জারী ও মেডিসিন বিভাগের চিকিৎসকগণ আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফিন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বিমল চন্দ্র রায়, অধ্যাপক শাহ সরোয়ার জাহান (মেডিসিন বিভাগ), বানিজ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মকর্তা তুহিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবু আল হাজ্জাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় প্রায় দুই হাজার রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।