পীরগাছায় সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় ৩ প্রতারককে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৈকুড়ি ইউনিয়নের চৌধুরাণী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শুকুর মিয়া। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, পীরগাছা উপজেলার কৈকুড়ীর আমজাদ হোসেনের ছেলে আজিজুল হক (২২)কে ‘ম্যাচওয়েটার’ পদের সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। শুক্রবার ওই চক্রটি ‘ম্যাচওয়েটার’ পদের একটি ভূয়া নিয়োগপত্র দিয়ে আরো টাকা দাবি করে। এতে আমজাদ হোসেনের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। পরে পীরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিন প্রতারককে আটক করে। তারা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার আতিকুল ইসলাম (২২) ও হরিপদ রায় (৪৫) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার আতিকুর রহমান হাদী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা করলে শনিবার দুপুরে তাদের রংপুর জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে অন্য কেই জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।