সারাদেশের ন্যায় দিনাজপুরের কাহারোলে ডিজেলের ও ফসফেট-পটাশ স্যারের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি বোরো মৌসুমে ইরি-বোরো ধানের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কাহারোল উপজেলার বোরো চাষিরা। তাদের আশঙ্কা বিগত বছরের চেয়ে এ বছর ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে তারা হতাশ হয়ে পড়েছেন বোরো চাষ নিয়ে। ডিজেলের দাম প্রতি লিটারের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়ে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে। শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিজেলের দাম বৃদ্ধিতে মারাত্মকভাবে এ বছরে বোরো আবাদে ঝুকিতে ফেলেছে বলে দাবি করেন। কিন্তু কৃষি বিভাগ তা মানতে নারাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ডিজেলের দাম বৃদ্ধি পেলেও বিকল্প ভাবে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ইরি বোরো আবাদের লক্ষ্যেমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ২’শ ৫২ হেক্টর জমিতে। ইতোমধ্যে এলাকার কৃষকেরা বোরো চাষের জন্য জমি প্রস্তুত করছেন। কেউ কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে আবার কেউ কেউ জমির আইল কাটছে, জমি সাইজ করার জন্য। কাহারোল উপজেলার বলেয়া গ্রামের কৃষক নাজির উদ্দীন জানান, গত বছরে প্রতি একর জমির ট্রাক্টরের সাহায্যে চাষ করেছিলাম ৮’শ থেকে ৯’শ টাকায়। বর্তমানে ১ একর জমিতে চাষ করতে ১২’শ টাকা নিচ্ছে ট্রাক্টর মালিকগন। অপরদিকে একই এলাকার কৃষক রুহুল আমিন বলেন, বর্তমানে ফসফেট-পটাশ সারের দাম কিছুটা বেশী। এ ছাড়া ডিজেলেরও দাম বেড়েছে অনেক। গতবছর ছিল ৬৫ টাকা লিটার, বর্তমানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮০ টাকা লিটার। এভাবে বোরো আবাদ করা আমাদের মত প্রান্তিক কৃষকদের জন্য বেশ কষ্ট দায়ক। তবু বোরো আবাদ করতে যাচ্ছি। সরকার যদি ধানের ন্যায্য দাম দেয় তাহলে আমাদের পুষিয়ে উঠতে পারবো।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক জানান, ইতোমধ্যে উপজেলায় কৃষকেরা বোরো আবাদের জন্য জমি চাষ করেছেন। কৃষকদের বিকল্পভাবে ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ প্রদান করা হচ্ছে। আর ডিজেল এর দাম বৃদ্ধি পেলেও সারের দাম নিয়ন্ত্রণে আমাদের কৃষি বিভাগ যথেষ্ট মনিটরিং করছে। আশা করি কৃষকদের অসুবিধা হবে না।