গাজীপুরের কাপাসিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের দু'দিন পর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন প্রেমিক যুগল ফয়সাল আব্দুল্লাহ আল-মামুন ও সুমাইয়া আক্তার ওরফে হাবিবা।
বুধবার বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের পূর্ব বেলাশী এলাকার আনোয়ার হোসেন ওরফে আনুর পুত্র ফয়সাল আব্দুল্লাহ আল-মামুনের (৩০) বাড়িতে বিয়ের দাবি নিয়ে হাজির হন একই এলাকার আওলাবর বিবাদীয়া গ্রামের মনিরুল ইসলামের যুবতী কন্যা সুমাইয়া আক্তার হাবিবা।
ফয়সালের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক হাবিবার। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক মেলামেশা করেছে ফয়সাল। পরবর্তীতে সময়ক্ষেপণ করে আসছে কিন্তু বিয়ে করবে না বলে যখন বুঝতে পারে তখনি সিদ্ধান্ত নিয়ে ফয়সালের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে হাবিবা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত প্রায় ২ টার দিকে ছেলে ও মেয়ের পরিবারের সম্মতিতে ৪ লাখ ৫০ হাজার টাকা দেন মোহরের মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন হয়।
এ বিষয়ে কথা হয় রায়েদ ইউপি চেয়ারম্যান সফিকুল হাকিম হিরণ মোল্লার সাথে। তিনি জানান, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে উভয়ের সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।