জামালপুরের সরিষাবাড়িতে স্থানীয় সরকার বিভাগের আইএসপিপি( ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট) যত্ন প্রকল্পের ১০ হাজার ২১৮ জন উপকার ভোগীদের মঝে পোষ্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ৮ কোটি ৪৯ লক্ষ ৭০০ টাকা বিতরন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় একযোগে সরিষাবাড়ি উপজেলার ১ং সাতপোয়া ইউনিয়নের আরএনসি উচ্চবিদ্যালয় মাঠসহ উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই অর্থ বিতরণ করে। উপজেলায় ১০,২১৮ জন উপকার ভোগীদের মাঝে প্রায় ৮ কোটি ৪৯ লক্ষ ৭ শত টাকা বিতরন করা হয়। শুধু মাত্র সাতপোয়া ইউনিয়নের ১২০১ জন মাতাকে প্রায় ৯২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে। সবচেয়ে বেশী টাকা দেওয়া হয় পোগলদীঘা ইউনি য়নে। ১ কোটি ১৬ লক্ষ ৪ শত টাকা। উপকার ভোগীর সংখা ১৫২১ জন। এ সময় সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু তাহের,মেম্বারসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।