জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যুক্ত হয়েছে রোগীদের জন্য আধুনিক ২০ টি বেড সীট। শুক্রবার বেড সীট গুলো রোগীদের কক্ষে বসানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি’র সার্বিক সহযোগীতায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দীর একান্ত প্রচেষ্টায় আধুনিক বেড সীট গুলো হাসপাতালে সংযোজন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.প্রতাপ নন্দী জানান, হাসপাতাল থেকে চাহিদা পাঠিয়ে ছিলাম। মাননীয় এমপি মহোদয়ের সার্বিক সহযোগীতায় দ্রুত বেড সীট গুলো পেয়েছি। আধুনিক বেড সীট গুলো পাওয়ায় ভর্তি রোগীদের জন্য অনেক ভালো হয়েছে।