দিনাজপুরের ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ কাঁথাওড়ার পালিত ছেলে ফুলবাড়ী মইনুদ্দিন আহমেদ বাবলু (৫৮) গত বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. .. .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেঘে গেছেন। শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা কানাহার ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কানাহার কবরস্থানে দাফন করা হয়। এদিকে সহকারি অধ্যাপক মইনুদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র মো. মাহমুদুল আলম লিটন, জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামান শাহ কামরু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ মা সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।