কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের একজন গটফাদারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পাটুলীর আশপাশের এলাকায় দেদারছে ইয়াবা বিক্রি করে এই চক্রটি স্বর্গরাজ্য ঘড়ে তুলছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই গটফাদারের আত্মীয় পিতা মোকাররম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রাইজেল মিয়া (১৮) কে ৬০ পিস ইয়াবা সহ বাজিতপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তার গ্রামের বাড়ী দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ৬নং ওয়ার্ডে নয়াহাটি গ্রাম বলে জানাগেছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, এই গটফাদারের চক্রটি দীর্ঘদিন ধরে তার আত্মীস্বজনেরা ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ব্যাপারে শুক্রবার সকালে বাজিতপুর থানায় মাদক ব্যবসায়ী রাইজেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বাজিতপুর থানার ওসি মোঃ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবা ব্যবসায়ী রাইজেল মিয়াকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।