বকশীগঞ্জে বেকারত্ব ঘুচাতে,প্রকৃতিকে বাচাঁনোর স্লোগান ও কেঁচো বা ভার্মি সার পল্লী গড়ার অঙ্গীকার নিয়ে বিনামূল্যে কেঁচো বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অর্ধশতাধিক পরিবারের মাঝে কেঁচো বিতরণ করা হয়।
জানা যায়,জৈব কৃষি অনুশীলনের মাধ্যমে প্রকৃতির স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষে এবং বৈষ্ণবপাড়া গ্রামকে কেঁেচা বা ভার্মি পল্লী হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। বৈষ্ণবপাড়া আদর্শ যুব সংঘ এই উদ্যোগ গ্রহন করেছে। কারিগরি সহযোগীতা করছেন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (সিএমএলআরপি)।
কেঁচো নিতে আসা বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা কৃষক খলিলুর রহমান,সেলিম রেজা ও জাহান মিয়া বলেন,শুনেছি কেঁচো সার ফসলের জন্য অনেক উপকারী। যদি ভালোভাবে করতে পারি তাহলে আমাদের কৃষি জমিতে সারের চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারবো।
এ ব্যাপারে বৈষ্ণবপাড়া আদর্শ যুব সংঘের সভাপতি জুয়েল রানা বলেন,বর্তমানে কৃষকদের মাঝে কেঁচো সার মানে ভার্মি সারের চাহিদা বেশ। তাই আমরা বেকারদের দিয়ে এই গ্রামে কেঁচো খামার করতে চাই। সেই লক্ষ্যেই ৫০ জনের মাঝে কেঁচো বিতরণ করা হয়েছে। আশা করছি সঠিক তদারকি করতে পারলে সকলেই কেঁচো সারের উদ্যোক্তা হবেন। এতে বেকারত্ব ঘুচবে,পাশাপাশি সংসারে স্বচ্ছলতা ফিরবে।
স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচীর জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রাকসাম বলেন, বাজারের রাসায়নিক সারের চেয়ে এই সারের দাম একদিকে যেমন কম অন্য দিকে বেশি সুফল পাওয়া যাচ্ছে। এসব কারনেই দিন দিন কেঁচো সারে কৃষকদের আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ বলেন, দেশের অনেক জায়গাতেই বাণিজ্যিকভাবে কেচোঁ বা ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন শুরু হয়েছে। বকশীগঞ্জে বানিজ্যিকভাবে এখনো শুরু হয়নি। তবে কেউ এই উদ্যোগ নিলে আমাদের সঠিক পরার্মশ এবং সহযোগিতা থাকবে।