দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লাইসেন্সধারী চালু সকল গভীর/অগভীর নলকূপ মালিকদের নিয়ে সেচ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,বিএমডিএ প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম,এজিএম মোহাম্মদ মেহেদী হাসান,বিএডিসি সহকারী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিনসহ অনেকেই।
নবাবগঞ্জ উপজেলার ২ শতাধিক গভীর/অগভীর নলকূপ মালিকরা এই কর্র্মশালায় অংশগ্রহণ করেন।