দিনাজপুরের হিলিতে পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ও ৩.৫ গ্রাম হেরোইনসহ আন্জুয়ারা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) রাতে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকায় অভিযান চালিয়ে আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আন্জুয়ারা ওই এলাকার সোহাগ হোসেনের স্ত্রী।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) এলাকার বাসিন্দা আন্জুয়ারা বেগম দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতেই আন্জুয়ারার নিজ বসত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৫ পিস ইয়াবা ও ৩.৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে মদাক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।