ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের ৩ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটরিনারি হাসপাতাল এই প্রশিক্ষণের আয়োজন করে। সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হল রুমে প্রশিক্ষনার্থীদের মহিষ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহিদুল আলম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল ইসলাম বলেন, প্রশিক্ষণে মহিষের জাত উন্নয়ন, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও কৃত্রিম প্রজননের উপর ৩০ জন সুফলভোগীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারিরা প্রশিক্ষণের লব্ধ জ্ঞান থেকে মহিষ পালনে আরো বেশী উদ্বুদ্ধ হবে।