গত বুধবার দিবাগত রাতে উপজেলার সাকোয়া ইউনিয়নের কৈইকিুল্লা দিঘীর কররস্থানে এ ঘটনাটি ঘটে। সরজমিনে গিয়ে দেখা যায়, কে বা কাহারা রাতের আঁধারে ১২টি কবরের মাটি খুড়ে লাশের অঙ্গপতঙ্গ সহ কঙ্কালগুলো নিয়ে গেছে। ৬ মাস হতে ২ বছরের মধ্যে যে সব মৃত মানুষদের কবর দেয়া হয়েছে এসব কবর হতে লাশের কঙ্গালগুলো চুরি করা হয়েছে। এক দিনের ব্যাবধানে আবারও কবরের কঙ্গাল চুরি হয়েছে খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার শাহাদাত স¤্রাট, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চেীধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এরকম ঘটনা আর যে না ঘটে সেই জন্য স্থানীয় প্রশাসনসহ সকলকে সজাক থাকার আহবান জানান। করবস্থান হতে লাশ চুরি হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় জমান। কবরস্থান মৃত ব্যাক্তিদের কঙ্গাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। একটি কু-চক্র মানুষজনের মাঝে ভয়ভীতি সৃষ্টি করতে পারে বলে এমনও ধারণা করা হচ্ছে।