পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ গ্রামের মৃত ডাঃ লুৎফর রহমানের একমাত্র ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে কর্মরত অবস্থায় গলার টনসেল অপারেশন করে ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর। গত ৩ বছর আগে সে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। বুধবার দুপুরে মরহুম লাশ ঢাকা হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকাপ্টারে করে বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে নিয়ে আসা হয়। হেলিকাপ্টার হতে তার লাশটি একটি এমবুলেন্সে করে মরহুমের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া। বুধবার বিকেলে কালিয়াগঞ্জ নজিরাতুন দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মরহুমের নামাজের যাজানা শেষে পারিবারিক কররস্থানে দাফন করা হয়। সেনাবাহিনীর নবীন এই সৈনিকের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।