চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হারুন চেয়ারম্যান ঘাঁটা থেকে ২২০ঘনফুট জ্বালানী কাট জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলমের নেতৃত্বে স্থানীয় রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় ঢাকা মেট্রো- ন-৬৬৮৮ও ঢাকাণ্ডঘ ৭৯০৪ নাম্বারের ২টি জীপ গাড়ীসহ জ্বালানি কাঠগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৫০হাজার টাকা।
বুধবার সকালে জীপ গাড়ি ২টিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং বন বিভাগ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ইউএনও মোঃশাহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২টি জীপ গাড়ীসহ কাঠগুলো আটক করি। মুলত কাঠগুলো জ্বালানী কাজে ব্যবহার উদ্দ্যেশে পাচার করা হচ্ছিল।গতকার বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬৭ধারায় গাড়ী মালিককে ১০হাজার টাকা করে ২০হাজার জরিমানা করা হয়।পরে স্থানীয় বনবিভাগকে কাজগুলো হস্তান্তর করা হয়।
এ বিষয়ে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ২২০ঘনফুট জ্বালানি কাঠসহ ঢাকা মেট্রো- ন-৬৬৮৮ও ঢাকাণ্ডঘ ৭৯০৪নাম্বারের ২টি জীপগাড়ি সহ আটক করি।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা পূর্বক গাড়ীদুটিকে অবমুক্ত করা হয়।কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে।বন আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।