রংপুর নগরীর সাতমাথা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি।
রংপুর রেল স্টেশনের সুপারেনটেন্ড শংকর গাঙ্গুলি জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে পার্বতিপুর থেকে কমিউটার ট্রেন লালমনিরহাটের বুড়িমারী যাচ্ছিল। নগরীর সাতমাথা এলাকায় অজ্ঞাত ওই মহিলা ট্রেনে কাটা পড়ে। তার দেহ কয়েক খন্ড হয়ে যায়। ফলে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
রংপুর জিআরপি থানা এসআই গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরবেলা ট্রেন আসার সময় ওই মহিলা ইঞ্জিনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে। নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রংপুর জিআরপি থানায় একটি মামলা হয়েছে।