রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভিকটিম সার্পোট সেন্টারে রুহি আক্তার রুহি (১৯) নামে তরুণীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মিঠুন ওরফে আকাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদের নিকট জবানবন্দি দেয়া হয়। সোমবার সন্ধায় কথিত প্রেমিক মিঠুন ওরফে আকাশকে পুলিশ গঙ্গাচড়া উপজেলা থেকে গ্রেফতার করেছে।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, মিঠুন আদালতে ১৬৪ ধারায় রুহি আক্তার রুহির সাথে মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের কথা স্বীকার কেেরছে। এ ছাড়া রুহির আত্মহত্যার আগে মিঠুনের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েছিল আমি যদি তোমাকে না পাই তা হলে আত্মহত্যা করব। আদালতে জবানবন্দি শেষে মিঠুনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড এলাকার সেকেন্দার আলীর মেয়ে রুহি আক্তারের সঙ্গে রংপুরের আকাশ নামে এক যুবকের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্রধরে প্রেমিক তাকে শনিবার রংপুরে আসতে বলে। রুহি আক্তার ফোন পেয়ে ঝিনাইদহ থেকে রংপুরে আসেন। রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পৌঁছে আকাশের মোবাইলফোনে কল দিয়েও যোগাযোগ করতে পারেনি। পরে রুহি ওই এলাকায় ঘোরাফেরা করতে থাকলে শনিবার রাতে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুহিকে উদ্ধার করে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। সেখানে অবস্থানের দ্বিতীয় দিন রোববার রাতে সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুহি। ঘটনার পরপরই পুলিশ আকাশকে গ্রেফতার করা হয়।