বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে দ্বাদশ জেলা সম্মেলন গতকাল মঙ্গলাবার দেবীগঞ্জ টাউনহল রুমে অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর দেবীগঞ্জ টাউন হলরুমে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড অনিরুদ্ধ দাস অঞ্জন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম। দ্বিতীয় অধিবেশনে কমরেড মোঃ রেজাউল ইসলাম কে সভাপতি, কমরেড আশরাফুল আলম কে সাধারণ সম্পাদক ও কমরেড রহিদুল ইসলাম মিন্টুকে সহ-সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট জেলা কমিটির গঠন করা হয়।